নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে রুবিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মির্জাপুরের বংশীনগর একাদশকে ১-০ গোলে হারিয়ে সখীপুরের রতনপুর একাদশ জয় লাভ করেছে। শুক্রবার বিকেলে উপজেলার নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফীর সভাপতিত্বে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমীন শরীফ সুপন, ব্যবসায়ী মানিকুজ্জামান রতন, নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি বিল্লাল হোসেন, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।