নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ৭৩ পিচ ইয়াবা ও ১ গ্রাম হিরোইনসহ আমিনুল সিকদার নামের এক মাদক ব্যবসী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
২০ এপ্রিল (শনিবার)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি মাজার পাড় এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব। আমিনুল সিকদার ওই গ্রামের মৃত সামাদ সিকদারের ছেলে।
উল্ল্যেখ, আমিনুল সিকদারের নামে ইতিপূর্বে ধর্ষণ মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মানলা করা হয়েছে। আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।