শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে লোকাল বয়েস ক্লাবের উপজেলা ও পৌর কমিটি গঠন

সখীপুরে লোকাল বয়েস ক্লাবের উপজেলা ও পৌর কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে লোকাল বয়েস ক্লাবের উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে হামিদুল ইসলামকে উপজেলা লোকাল বয়েস ক্লাবের সভাপতি সৈকত আহমেদ স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। একই সময় সিজারুল ইসলাম সাগরকে পৌর লোকাল বয়েস ক্লাবের সভাপতি এবং নাজমুল হাসান শাওনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। এ সময় লোকাল বয়েস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের শিক্ষা,তথ্য ও গভেষনা সম্পাদক আলমাস আজাদের সভাপতিত্বে করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিক শিকদার, মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক ফজলুল হক শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল সিদ্দিকী, কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাথিরা,কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদুজ্জামান ফরিদসহ লোকাল বয়েস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -