এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়নের শতাধিক মাকে তাদের মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ ভাতা প্রদান করা হয়। এ সময় প্রত্যেক মাকে ৩ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, আমজাদ হোসেন, নাছরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।