সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শাল-গজারি গাছ ভর্তি ট্রাক আটক

সখীপুরে শাল-গজারি গাছ ভর্তি ট্রাক আটক

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে রাতের আধারে শাল-গজারি গাছ পাচার করার সময় ঢাকা মেট্রো ট- ১৬-৮৩৮৯ ট্রাক আটক করেছেন বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা। বুধবার রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকায় থেকে ওই ট্রাক আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কচুয়া বিট কর্মকর্তা মো. আলা উদ্দিন।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ, কুচুয়া বিট কর্মকর্তা আলাল উদ্দিন, বহেড়াতৈল বিট কর্মকর্তা মো.এরশাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল রেঞ্জের কচুয়া বিটের জায়েদা মার্কেট এলাকা থেকে চোরাইকৃত শাল-গজারিসহ একটি ট্রাক আটক করেন।

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ বলেন, গাছ ও গাড়ির কোন মালিক পাওয়া যায়নি তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -