এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউট সখীপুর শাখার আয়োজনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কসপে ইউএনও মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক টাঙ্গাইল (শিক্ষা ও তথ্য যোগাযোগ) মো. মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, জেলা স্কাউট সভাপতি ওয়াজেদ আলী খানসুর, সাধারণ সম্পাদক শামসুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামসহ উপজেলার সকল মাধ্যমিক, প্রাথমিক ও মাদরাসার প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।