শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeজাতীয়সখীপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

সখীপুরে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ‘জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রণ্ট’ সখীপুর শাখার আয়োজনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে বিক্ষোভ মিছিল সখীপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, বোয়ালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বদরুল আলম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখীভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতা,চিকিৎসাভাতা,পূর্ণাঙ্গ বাড়িভাড়া, পূর্ণাঙ্গ পেনশন প্রদান. অনপাত প্রথা বাতিল, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি, অনার্স শিক্ষকদের এমপিওভূক্তিকরণসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -