মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শিশু ও মায়ের অধিকার বিষয়ক প্রকল্প অবহিতকরণ মতবিনিময় সভা

সখীপুরে শিশু ও মায়ের অধিকার বিষয়ক প্রকল্প অবহিতকরণ মতবিনিময় সভা

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্য সেবাগ্রহণে নবজাতক শিশু ও মায়ের অধিকার এবং সেবাপ্রদানকারীর জবাবদিহিতা বিয়ষক প্রকল্প অবহিতকরণ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভা কক্ষে ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিও সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. রাফিউল করিম খানের সভাপতিত্বে উপজেলার নবজাতক শিশু ও মায়ের মৃত্যু হ্রাসের ওপর মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ, ইউনিসেফ’র জেলা পুষ্টি কর্মকর্তা মো. জাকির হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন, ডা. শাহিন আল মামুন, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, মো. আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -