এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সাথে অভিমান করে প্রথমে দেড় বছরের শিশু সন্তান তাহিয়াকে পরে মা কামনা বেগম (২৪) নিজে বিষপান করে। রোববার সকালে উপজেলার ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশু তাহিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কামনার মামা মঞ্জুরুল ইসলাম বলেন, কামনা’র স্বামী জাহিদুল ইসলাম বিদেশ থাকেন। রোববার সকালে মুঠোফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে প্রথমে শিশু সন্তান তাহিয়াকে পরে কামনা নিজে বিষপান করে।