এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে শীতার্তদের মাঝে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা জিএম মালেক স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তালিমঘরে এ কম্বল বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়। উদ্ভোধনকালে বীরমুক্তিযোদ্ধা জিএম মালেক এর ছোট ভাই কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ সামাদ, নবউদয় হাউজিং এর পরিচালক এম এ কামাল, এসআই নাজিমুল হক ফিরোজ, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, যুগ্ম সম্পাদক শাহজালাল মিয়া, আতিকুর রহমান জুয়েল, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।