নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সাবেক ডেপুটি স্পিকার হুমায়ুন খান পন্নীর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজনে শীতার্তদের মাঝে পাঁচ শতাধিক পিস কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর বাজারে এ কম্বল বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে শীতার্ত কম্বল বিতরের সময় সাবেক ডেপুটি স্পিকার হুমায়ুন খান পন্নী ‘ র মেয়ে সোনিয়া পন্নী উপস্থিত ছিলেন। এ সময় সরকারি সা’দত কলেজ সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপি নেতা শরিফ হোসেন পাপ্পু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।