নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়ার শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নলুয়া মাকামাম মাহমুদা উয়ায়েছিয়া পাক দরবারের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় অনু কর্পোরেশন এর স্বত্ত্বাধিকারী মোঃ মিজানুর রহমান লিটন, ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনিরসহ বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।