শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শেখ হায়েত আলী সরকারের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সখীপুরে শেখ হায়েত আলী সরকারের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

 

ইসমাইল হোসেন,
টাঙ্গাইলের সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, উপজেলার প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা এবং সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শেখ হায়েত আলী সরকারের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সখীপুর পি.এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর রেজা, সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, শেখ হায়েত আলী সরকারের নাতী শেখ হাসনাত, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -