সখীপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুস সালাম খান। সোমবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা ঘোষলা করেন। আবদুস সালাম খান ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত আহসান উল্লাহ মাস্টার। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রায় ৫৫ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা মার্কা নিয়ে জয়ী হন। আব্দুস সালাম খান বলেন, আগের মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের টিকেট পেলেও ওই বছর ভোটের পরিবেশ বিএনপি ও আওয়ামী লীগের বিপরীত দলগুলোর অনুকুলে ছিল। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত বলে দাবি করেন। সেক্ষেত্রে সখীপুর-বাসাইলে উন্নয়ন ধারা প্রবাহিত হবে এবং রাজনীতিতেও ইতিবাচক সাড়া পড়বে বলে তিনি জানান। তিনি দাবি করেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের সময় দলের দুঃখের দিনে তিনি সখীপুর-বাসাইলের আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। জননেত্রী শেখ হাসিনা তাঁকে খুবই ভালোবাসেন। আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন দিলে দলীয় বিশ্বাস টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আওয়ামী লীগের নৌকার জয় নিশ্চিত গড়ে আসবে বলে তিনি দাবি করেন।কারণ বাসাইল-সখীপুরের জনসাধারণ ও নেতাকর্মীরা আমাকে সমানভাবে ভালবাসেন।
সংবাদ সম্মেলনে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক এনামুল হক, ইকবাল গফুর, আমিনুল হক, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল প্রমুখ উপস্থিত ছিলেন।