বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়সখীপুরে সংবাদিকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রেহায় পেলো ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা

সখীপুরে সংবাদিকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রেহায় পেলো ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রেহায় পেলো ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা। বুধবার বিকেলে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার প্রতীমাবংকী পল্লীবিদ্যুৎ এলাকার আফাজ উদ্দিনের মেয়ে শোলাপ্রতিমা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তারের (১২) সাথে শোলাপ্রতিমা গ্রামের মৃত ছবুর মিয়ার ছেলে রেজাউল করিমের বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে টাঙ্গাইলের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম ‘নিউজ টাঙ্গাইল’ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু ওই বাল্যবিয়ে বন্ধের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের সহযোগিতা চান। পরে তিনি চৌকিদারসহ ঘটনাস্থলে পৌছে দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -