বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeজাতীয়সখীপুরে সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপন

সখীপুরে সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার জনবহুল এলাকার ‘কচুয়া-সাড়াশিয়া-বাসারচালা-মহানন্দপুর’ সড়কটি মাটির বলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও সরকারি কোন উদ্যোগ চোখে না পড়ায় বুধবার সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী ওই সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানান।
ভূক্তভোগী এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ সড়কটি দিয়ে উপজেলার কচুয়া, সাড়াশিয়া, বাসারচালা, মহানন্দপুর, ভন্ডেশ্বর পাড়া, রামখা পাড়া, কামন্না পাড়া, বেপারী পাড়াসহ ৮-১০টি গ্রাম, কচুয়া হাই স্কুল, কচুয়া প্রাইমারি স্কুল, সাড়াশিয়া-বাসারচালা হাই স্কুল, সাড়াশিয়া প্রাইমারি স্কুল, মহানন্দপুর হাই স্কুল, মহানন্দপুর প্রাইমারি স্কুল, সানস্টার বিএম কলেজ ও কিন্ডার গার্টেনসহ ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুইটি কমিউনিটি ক্লিনিক ও পাঁচটি হাট-বাজারের লোকজন নিয়মিত চলাচল করে থাকেন। সড়কজুড়ে থকথকে কাদা থাকায় গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনেও পাকা না করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপন করেন। এ গ্রামবাসিরা জানান, প্রায় পাঁচ কিলোমিটারের সড়কে বর্ষাকালে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অঞ্চলটি উপজেলার মধ্যে আদা, হলুদ, কচু, বেগুনসহ শাক-সবজি উৎপাদন হয়ে থাকে বেশি। উৎপাদিত পণ্য নিয়ে সড়কে যাতায়াতকালে অবর্নণীয় দুর্ভোগ পোহাতে হয় কৃষকদের। তাঁরা আরও বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসানকে বর্ষাকালে সাময়িক চলাচলের জন্য সড়কের বড় গর্তগুলোতে ভরাটের দাবি জানালেও তিনি কোনো দৃষ্টি দেননি।
সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানান, সড়কটি পাকা করণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের আওতায় আসবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -