এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মোটর সাইকেল ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩০) নামের এক প্রবাস ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সখীপুর সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ পাড়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী সাইদুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে সাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে তার নিজ গ্রাম চতলবাইদ থেকে নলুয়া আসার পথে বাজারের কাছাকাছি একটি দ্রুতগামী মাহিন্দ্র ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সাইদুলকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেন, নিহতের পরিবার থেকে কোন বাদী না হওয়ায় বিকেলে লাশ তার পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।