সখীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

0
258
News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু, টাঙ্গাইলের সখীপুরে “ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌরসভার মুখতার ফোয়ারা চত্তরে  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ বাবুর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মোহন সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চন্দ্র সরকারসহ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।