বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে সবুজ পৃথিবীর উদ্যোগে তাল গাছের চারা রোপন

সখীপুরে সবুজ পৃথিবীর উদ্যোগে তাল গাছের চারা রোপন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পরিবেশবাদী সংগঠন  সবুজ পৃথিবীর উদ্যোগে  বড় চওনা-  বিনা খাইড়া সড়কে শতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে। এ সময়  সবুজ পৃথিবী সখীপুর শাখার সভাপতি গীতিকার আতিকুর রহমান তাহের,  সাধারণ সম্পাদক কবি শাহ আলম সানি, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল-আমিন, বড়চওনা ইউনিয়ন পরিষদের  সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ বিলকিস আক্তার, দেবরাজ ওসমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল হোসেন, দেলোয়ার তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সবুজ পৃথিবী সখীপুর শাখার সাধারণ সম্পাদক কবি শাহ আলম সানি বলেন, আমরা নিয়মিতই বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি। এর আগে আমরা গায়েন মোরে, ছোট চওনায়, চামবল তলা, শ্রীপুর রাজনীতি মোর এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছি। তাল গাছ বজ্র নিরোধক, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমরা সবুজ পৃথিবীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদের নির্দেশে বিভিন্ন এলাকায় তালগাছ রোপন করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -