এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে শ্রেণিকক্ষে লাঠি দিয়ে সহপাঠীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে নবম শ্রেণির জাহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে গভনিং বডির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাহিদুলের লাঠির আঘাতে আহত শিক্ষার্থী শাকিল আহমেদকে মঙ্গলবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুলের সঙ্গে মঙ্গলবার দুপুরে অন্য একজন শিক্ষার্থীর ঝগড়া হয়। এক পর্যায়ে জাহিদুল লাঠি হাতে নিয়ে ওই ছাত্রকে মারতে যায়। লাঠির আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে সহপাঠী শাকিল আহমেদের নাকে গিয়ে লাগে। গরুতর আহত অবস্থায় শাকিলকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার বেলা দুইটায় কলেজ গভর্নিং বডির এক জরুরি সভায় ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যক্ষ খলিলুর রহমান জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুধু ছাড়পত্র নয়, ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।