সখীপুর প্রতিনিধিঃ সাংবাদিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সাঈদ আজাদ। রোববার সখীপুর প্রেসক্লাব ভবনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে তিনি বাসাইল-সখীপুরে তৃণমূলনেতাসহ সর্বসাধারণের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিগত নবম ও দশম সংসদ নির্বাচনেও তিনি একই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ইফতার পূর্ব এক মতবিনিময় সভায় অধ্যক্ষ সাঈদ আজাদ মাঠ পর্যায়ে তাঁর রাজনৈতিক কর্মতৎপরতা উপস্থিতত সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ,সাধারণ সম্পাদক মামুন হায়দার,সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।