এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কীর্ত্তণখোলা গ্রামের মাইন তালকুদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী দুলাল হোসেন, সিআর মামলায় ওয়ারেন্টভূক্ত মফিজুল ইসলামের ছেলে সুমন মিয়া, জিআর মামলায় যাদবপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আবদুল মান্নান এবং হাতিবান্ধা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।