এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারিপরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, বন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত উপজেলার কালিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. বাবুল মিয়া (৪০), বন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত দারিপাকা গ্রামের মৃত হযরত আলী মেম্বারের ছেলে মীর শামসুল আলম (৬০) একই মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৫), বন মামলায় আমতৈল গ্রামের চাঁন মাহমুদের ছেলে সোনা মিয়া (৫৫) এবং ছিনতাইকারী সন্দেহে চাপাতিসহ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের তাইজ উদ্দিনের ছেলে রতন মিয়া (৩২)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বন মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।