বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে সাপের কামড়ে মাদরাসা ছাত্রের  মৃত্যু

সখীপুরে সাপের কামড়ে মাদরাসা ছাত্রের  মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মো. জোবায়ের (১২) নামের এক মাদরাসা ছাত্রের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেলে  উপজেলার আড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জোবায়ের  ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় ডাবাইল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
নিহতের পরিবার জানায় , বৃহস্পতিবার বিকেলে জোবায়ের বাড়ির পাশের একটি পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে গেলে বিষাক্ত সাপ তাকে দংশন করে। তার চিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -