এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কায়ছার আহমেদ সিয়াম (০৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া পশ্চিমপাড়া ছাপড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কায়ছার আহমেদ সিয়াম ওই গ্রামের সুমন মিয়ার ছেলে এবং ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তাঁর মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কায়ছার আহমেদ সিয়াম তাদের থাকার ঘরের চকিতে বসে পা নাড়াচ্ছিল এমন সময় চকির নীচ থেকে সিয়ামের পায়ে সাপে কামড় দিয়ে সাপ পালিয়ে যায়। সিয়াম আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।