বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সিঁধকেটে ঘরে ঢুক বিধবাকে শ্বাসরোধ করে খুন

সখীপুরে সিঁধকেটে ঘরে ঢুক বিধবাকে শ্বাসরোধ করে খুন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সিঁধকেটে ঘরে ঢুকে সমেলা ভানু (৫৭) নামের এক বিধবাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা খুন করে বিধবার গলায় থাকা স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা, একটি অটোগাড়ির চাবি নিয়ে যায়। মঙ্গলবার রাতে উপজেলা হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার বেলা সাড়ে তিনটায় নিহত বিধবার ছেলে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। নিহত সমেলা ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত বাউল বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে একটি টিনের ঘরে বেড়া দিয়ে একপাশে ওই বিধবা ও অন্যপাশে স্ত্রীকে নিয়ে থাকতো ছেলে হোসেন আলী। দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে সিঁধকেটে বিধবার ঘরে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে বিধবার গলায় থাকা ১২ আনা ওজনের একটি চেইন, পাঁচ হাজার টাকা ও সিএনজিচালিত অটোরিকশার চাবি চুরি করে নিয়ে যায়।

বিধবার এক ছেলে হাসান আলী বিদেশ থাকেন। আরেক ছেলে হোসেন আলী সিএনজিচালিত অটোরিকশা চালান। খুনের সময় হোসেন আলী পাশের কক্ষেই স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ছেলে হোসেন আলীর ধারনা, সিঁধ কেটে প্রথমে চুরি করতে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। এরপর মা চোরদের চিনে ফেললে খুন করে তাঁরা পালিয়ে যায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খুনিদের প্রথমে শনাক্ত ও তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -