এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে সিএইচসিপিদের ( কমিউনিটি হেল্থ প্রোভাইডার) চাকুরী জাতীয়করণের দাবিতে তিনদিনব্যাপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে উপজেলা কমিউনিটি হেল্থ প্রোভাইডারের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল লতিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডিএম আবু হানিফ, রাশেদ ইমরান আতিক, বদরুল আলম রাজিব, আবু বকর ,আরিফ হোসেন বক্তব্য দেন। অবস্থান কর্মসূচিতে উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ প্রোভাইডাররা উপস্থিত ছিলেন।