এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১৮জন দুস্থ্ ও অসহায়দের মাঝে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সুশীল চন্দ্র বর্মণ, রোকসানা ইয়াসমিন, আনোয়ারা খাতুন, জয়নাল আবেদীন, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।