এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক মায়ের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সূর্যতরণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ দিবসের আয়োজন করে। মা সমাবেশে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মায়েদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আলহাজ্ব তাহেরুল ইসলাম ইয়ারুমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।