এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় রিপন মিয়া (২৪) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরিফা সিদ্দিকা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
আদালত সূত্রে জানা যায়, রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে দেলদুয়ার উপজেলার কোপন্দিবর্ণি এলাকার ব্যবসায়ী সোহেল মিয়ার ছেলে রিপন মিয়া দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্কুল কর্তৃপক্ষ ওই বখাটেকে আটকিয়ে রাখে। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরিফা সিদ্দিকা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেন।