শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন ঘাতক স্বামী গ্রেফতার

সখীপুরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন ঘাতক স্বামী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করার ঘটনায় ঘাতক স্বামী জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে তাকে সখীপুর থানার পুলিশ গ্রেফতার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম খুনী জুয়েল মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: গত শনিবার রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাপের বাড়িতে স্ত্রী আকলিমা আক্তারকে স্বামী প্রবাসী জুয়েল মিয়া নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতবিক্ষত করে। পরে গত সোমবার ভোররাতে স্ত্রী আকলিমা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জুয়েল মিয়া একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
এ ঘটনায় আকলিমার বাবার আলতাফ হোসেন বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলার অভিযোগ এনে মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -