সখীপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা; ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
103

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধণা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, এমও গণি প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে এ দিবসকে কেন্দ্র করে গ্রীন লাইফ ক্লিনিকের আয়োজনে উপজেলার দামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে দিনব্যাপি এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় তিন শতাধিক অসহায় দরিদ্র রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় ডা. আতোয়ার রহমান ও সিএইচসিপি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম এ সেবা প্রদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।