নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের ত্রৈ-মাসিক সম্বন্নয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলমের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, সাবেক স্বাস্থ্যকর্মকর্তা ডা. আবদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সাংবাদিক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।