সখীপুরে স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সভা

0
101

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রোগীদের সেবার অধিকার বাস্তবায়ন কল্পে উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাক্তার সামিউল ইসলামের সভাপতিত্বে সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর আলম, উপজেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ছবুর রেজা, উপজেলা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু,আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।