বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে সৎ মাকে কুপিয়ে আহত করেছে ছেলে

সখীপুরে সৎ মাকে কুপিয়ে আহত করেছে ছেলে

 

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সৎ মাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ছেলে বাহাদুর মিয়া। বুধবার বিকেলে সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের হলুদিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা জাহিদা আক্তার(২৫) কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন বিকেলে হলুদিয়াচালা এলাকার আলী আকবরের ছেলে বাহাদুর মিয়ার স্ত্রী তাসলিমার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ মা জাহিদা আক্তারের ঝগড়া বাধে। এক পর্যায়ে বাহাদুর মিয়া তার সৎ মাকে দা দিয়ে কোপাতে শুরু করে। এতে সে গুরুতর আহত হলে তাঁেক প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মো.রাশেদুর রহমান বলেন, জাহিদার হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক। আলী আকবর বলেন, ‘আমার প্রথম স্ত্রী মারা যাওয়ায় পরে বিয়ে করি। আমার স্ত্রীর সঙ্গে ছেলের বউয়ের মাঝে মধ্যেই ঝগড়া লাগত। ঘটনার দিন বউ-শাশুড়ির ঝগড়া শুরু হলে ছেলে বাহাদুর তাঁর মাকে দা দিয়ে কুপিয়ে আহত করে’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -