এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় অাহত মফিজুল ইসলাম (২৭) নামে এক বাসের হেলপার মৃত্যু হয়েছে। মফিজুল ইসলাম উপজেলার বড়চওনা রাজনীতি মোড় গ্রামের ব্যবসায়ী আমির আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মফিজুল ইসলাম যাত্রীবাহী বাস নিয়ে সোমবার রাতে সাগরদীঘি থেকে টাঙ্গাইল যাওয়ার পথে কালিহাতী উপজেলার এলেঙ্গা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই বাসের হেলপার মফিজুল ইসলামসহ ৩ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
মফিজুলের অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।