এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কদভানু বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত কদভানু উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের কৃষক আজিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আজিম উদ্দিন ও তাঁর স্ত্রী কদভানু পায়ে হেটে বাড়ি থেকে পাশের ছিলিমপুর গ্রামের আবদুল মান্নানের বাড়িতে যাওয়ার পথে শালগ্রাম বাজার এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কদভানুকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ পাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।