রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় দেওয়ান আবদুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেওয়ান আবদুর রহমানের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে দেওয়ান আবদুর রহমান সখীপুর-সাগরদিঘী সড়ক পারাপারের সময় কচুয়া থেকে সখীপুরগামী আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেন। গুরুতর আহত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -