এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় দেওয়ান আবদুর রহমান (৮০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেওয়ান আবদুর রহমানের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে দেওয়ান আবদুর রহমান সখীপুর-সাগরদিঘী সড়ক পারাপারের সময় কচুয়া থেকে সখীপুরগামী আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেন। গুরুতর আহত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।