নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা কলেজ মোড় নামক এলাকায় বাসের সঙ্গে অটোরিক্সার ধাক্কা লেগে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আনোয়ার ভান্ডারি (৬৫) উপজেলার দাড়িপাকা গ্রামের মৃত রণি শেখের ছেলে। এ ঘটনায় ওই অটোরিক্সার এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) সকালে বড়চওনা থেকে আনোয়ার অটোরিক্সা যোগে কুতুবপুর যাওয়ার পথে বড়চওনা কলেজ মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ওই অটোরিক্সাকে ধাক্কা দিলে আনোয়ার ও শাহেব আলী নামের ২ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় আনোয়ার ভান্ডারি নিহত হন। আহত শাহেব আলীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সখীপুর থানার ওসি (তদন্ত) গোলাম হোসেন ও স্থানীয় মেম্বার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।