এম সাইফুল ইমলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্র ট্যাফি ট্রাক্টরের চাপায় হামিদ আলী মাতাব্বর (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার কালিয়া ভন্ডস্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ আলী মাতাব্বর ওই গ্রামের মৃত আহাইল্যা মিয়ার ছেলে। এলাকাবাসী ঘাতক মাহিন্দ্র ট্যাফি ট্রাক্টরকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃদ্ধ হামিদ আলী মাতাব্বর তাঁর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্র ট্যাফি ট্রাক্টর তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।