এম সাইফূল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্য হয়েছে। রোববার সকালে গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি গ্রামের মৃত ইয়ারমামুদ মিয়ার ছেলে।
জানা যায়, ইদ্রিস আলী রোববার সকালে মোটরসাইকেল যোগে সখীপুর যাওয়ার পথে গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইদ্রিস আলী দীর্ঘ দিন ধরে স্থানীয় ইন্দারজানি বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।