এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২০) নামের এক সিএনজি অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টায় সখীপুর-নলুয়া সড়কের বংকী মাজারপাড় এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত কামরুল ইসলামকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটায় তাঁর মৃত্যু হয়।
নিহত কামরুল নলুয়া বাজারের ব্যবসায়ী আবদুর রশিদের ছেলে।