সখীপুরে সড়ক মটরসাইকেল আরোহী মৃত্যু

0
87

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সাগরদিঘী সড়কে উপজেলার সাবেদেরচালা এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আশিক মাহমুদ (১৮) উপজেলার মাচিয়া গ্রামের আবু হনিফ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নিজ বাড়ি মাচিয়া থেকে সখীপুর আসার পথে উপজেলার সাবেদেরচালা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মোটর সাইকেল আরোহী আশিক মাহমুদ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিঁটকে পড়লে অপরদিক থেকে আসা লড়ি-ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও লড়ি-ট্রাক আটক করা হয়েছে। লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।