এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কালমেঘা বেলতলী গ্রামের একটি আকাশমনি গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের কোন পরিচয় মিলেনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সকালের দিকে কালমেঘা বেলতলী গ্রামে একটি আকাশমনি গাছের বাগান থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।