শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হায়দার আলীর স্মরণ সভা

সখীপুরে হায়দার আলীর স্মরণ সভা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার হায়দার আলীর মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বড়চওনা কুতুবপুর কলেজ মাঠে হায়দার আলী স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি উপস্থিত ছিলেন । আমিনূল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান অব্দুল হালিম সরকার লাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান শরীফ পান্না,সহ সভাপতি আজাহার আলী, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা ১৯৭৫ সালের ২০ জানুয়ারি গণবাহিনীর হাতে প্রকাশ্যে নিহত হায়দার আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । আলোচনা শেষে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -