এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে তিন গ্রাম হেরোইনসহ মানিক চন্দ্র বণিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সখীপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের প্রশিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক ওই এলাকার শ্রী মঙ্গল চন্দ্র বণিকের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে হেরোইনসহ মানিককে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।