নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে কর্মজীবী মাদার ল্যাকটেটি সহায়তায় তহবিল কর্মসূচির আওতায় সখীপুর পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ডাঃ শামীমা আহমেদসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।