নিজস্ব প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলে খাবার পরিবেশন ও বিক্রি করার দায়ে টাঙ্গাইলের সখীপুরে এক হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার এতিমখানা রোডের ‘স্টার হোটেল’ মালিক আশরাফুল ইসলাম মুকুলকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলের ভেতরে লোক সমাগম ঘটিয়ে খাবার পরিবেশন করছিল। ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ের পরেও জনসমাগম ঘটিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।