মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে ১৪৪ ধারা জারি

সখীপুরে ১৪৪ ধারা জারি

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশষ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভার কচুয়া রোডের রফিকরাজু ক্যাডেট স্কুলের চার পাশে ২০০ গজের মধ্যে শুক্রবার সকাল ১১টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী সরকার রাখী বলেন, উপজেলা বিএনপির দুটি পক্ষ একই সময় একই জায়গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আহবান করায় এতে দুটি গ্রুপের সংঘর্ষের আশষ্কা থাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এবং পৌর শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, সখীপুরে দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আডেভোকেট আহমেদ আযম খান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের পক্ষের মধ্যে দলীয় কোন্দল চলছিল।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -