এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বিএনপি থেকে একই গ্রামের ১৬ জন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকারীরা হচ্ছেন- গোহাইল বাড়ি আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আলহাজ নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম, সারোয়ার হোসেন, শাহজাহান মিয়া, আলহাজ আশরাফ হোসেন, হাফিজুর রহমান, ওয়াজেদ আলী, লিয়াকত আলী, লুৎফর রহমান, সোলায়মান মিয়া, বাবুল আক্তার, টুক্কু মিয়া ও আবদুল জব্বার। ওই মুক্তিযোদ্ধারা বহেড়াতৈল ইউনিয়নের উপজেলার গোহাইল বাড়ি গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পদে ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ গণি, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য অধ্যাপক রহিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।